সহজ করে লিখতে বলো
যায় না লেখা সহজে
আগামাথা হয় না কিছু
কলম ধরি আকাশে!
চানাচুরে চিনি বেশি
ঝাল্ লাগে যে মরমে
ডালের মাঝে গোলমরিচ
যায় না বলা শরমে!
বউ বলে মিনশে বেটা
করবো তোকে কচুকাটা
অন্তর্বাসে এ সব কী
জিহ্বাতে কামড় দিয়ে
বলি আমি, কই, দেখি!
চোরের মাসি রাশি রাশি
আইন করে বিচারে
ফাঁক গলে তার রুইকাতলা
চলে গেল বিহারে!
মাস্কে ভেজাল কথায় ভেজাল
ভেজাল জগৎ জুড়িয়া
ওষুধেও ভেজাল ভাই রে
বেঁচে আছি সেবিয়া!
চোরের মায়ের বড় গলা
ফন্দি ফিকির ছলা কলা
পাবলিক সব গনিমত
বুঝতে হবে গূঢ় কথা
অনেক আছে ফজিলত!
একজন তো পণ করেছেন
মরতে গিয়েও ফিরে আসবেন
কড়ায় গন্ডায় বুঝে নেবেন
দুই জনমের হিসেবখান!
আমিও ভাবছি অমর হবো
ঘোড়ার ডিমের কোরমা খাবো
দাঁত কেলিয়ে পিক ফেলাবো
মুত্রত্যাগও যত্রতত্র
বাঁধুক এবার ভজঘট!
* (বাল্যবন্ধু ‘স’কে উৎসর্গ করে লেখা)