কবিতা

বর্ষা প্রেম

নিখিল দাস

কলকল নিরবধি
ছলছল ক’রে নদী
তোর বহে জল
তোর চোখে মুখ দেখি
জোসনার সুখ মাখি
আঁখি ছলছল।
মেঘেদের গর্জন
বরিষার বর্ষণ
একি ভালোবাসা?
মন কেন উন্মন
কী ভীষণ কী ভীষণ!
জাগে কেন আশা?
তোরও কি প্রেম আছে
শোক তাপে কাছে এসে
এতো ভালোবাসা?
মেঘের কাজল পরি
হিজলের মঞ্জরী
দুই কূলে ভাসা।
তাই বুঝি জাগে মন
হৃদয়েতে অনুক্ষণ
বরিষণ ধারা
কে জাগে আনমনে?
কও কথা মোর সনে
দাও ওগো সাড়া।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close