কবিতা

দহনের হৃদয়

খায়রুজ্জামান চৌধূরী টিংকু

হৃদয়ের কমলিকায় জ্বলে নীল দহন
মুছতে চাই নীল আঁচলে বেদনার সব আবরণ।
চাইনা আষাঢ়ের চঞ্চলা বৃষ্টি, চাই জোছনা রজনী
মেঘ যদি আড়াল করে চন্দ্র চন্দ্রিমার আলেয়া,
জোছনায় স্নান হবে শিরায় উপশিরায় রক্তিম
বিভীষিকাময় রাত্রি শেষে জেগে ওঠে হীরেরা।

এখানে সূর্য রাশি, ভাঁজে ভাঁজে বাঁধে আসি,
পূর্ণ মেঘবতী কমলার কোয়া
ঠোঁটের পরে গঙ্গা জলে ধোঁয়া।
কতো শব্দ লিখে ফেলি বাতাসের খাতায়
স্মৃতিময় গোপন কথা যেনো আমাকে কাঁদায়।

শোককাব্য কবে যে হারিয়েছি তোমারই কাজে
খোলা জানালায় বাতাসের গানে ব্যস্ততা কাটে।
আমি ছোট্ট বিন্দু নজরে নাহি পড়ি
প্রকৃতি মুখ ফিরিয়ে নেয় যখন সামনে পড়ি।

পাথরের পাহাড় কেটেছি হাটুতে ভর করে,
চলতে শিখেছি কঠিন আগ্নেয়গিরির পথ ধরে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close