কবিতা

বর্ষার অশ্রু চিরস্থায়ী হোক

ডা.সুরাইয়া হেলেন

আমার জীবনে এসেছিল ফাগুন,
হাত বাড়িয়ে ছুঁয়েছিলাম
পলাশের আগুন।
আমার জীবনে অনেক চৈত্র,
লিখে গিয়েছিল কয়েক ছত্র !
আমার হৃদয়ে আষাঢ়-শ্রাবণ
ঝরিয়েছিল অশ্রুর প্লাবন ।
শরতের সেই ভাদ্র আশ্বিন,
শিশির ফোঁটা হীরক দিন !
হেমন্তের ঐ কার্তিক অঘ্রাণ
উথাল-পাতাল করেছিল প্রাণ ।
আমার জীবনে পৌষের হাসি,
শীতের বেদনায় বাজিয়েছিল বাঁশি !
আমার দরজায় জৈষ্ঠ-বৈশাখ,
নতুন বছরে প্রতিবারই দিয়েছে ডাক ।
সারাটি বছর আমার গগনে,
বর্ষার অশ্রুই চিরস্থায়ী হয়ে থাক !

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close