সারাবাংলা

রাজধানীর মুগদাপাড়ায় জাতীয় শোক দিবস পালন

- শারদীয় ডেস্ক

রাজধানীর মুগদাপাড়ার কাজী জাফর স্কুলে ১৫ অগাস্ট ২০১৯ জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু’র কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫’র এর আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ করে বলেন- হাজার বছরেও এই রকম মানুষ বাঙালি জাতি আর পাবেনা; বঙ্গবন্ধু মিশে রবে বাংলার ইতিহাসে যতদিন এই দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী জাফর স্কুলের প্রধান শিক্ষক- ওহিদুজ্জামান।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close