খেলা
সামিতকে খেলাতে কানাডার অনুমতি পেল বাফুফে

ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন কানাডা প্রবাসি ফুটবলার সামিত সোম। এরপর তাকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে বৃহস্পতিবার একটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে।
সামিতকে খেলানোর বিষয়ে কানাডা ফুটবল ফেডারেশনের থেকে অনুমতিপত্র পেয়েছে বাফুফে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আজ সকালে কানাডা ফুটবল ফেডারেশন সামিতের অনাপত্তিপত্র পাঠিয়ে চিঠি দিয়েছে।’
আগামী জুনে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলারও চেষ্টা চালাচ্ছে বাফুফে। সামিতকে জুনে বাংলাদেশের জার্সিতে অভিষেক করানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফেডারেশন। ওই প্রক্রিয়ার বড় কাজ হলো সামিতের বাংলাদেশের পার্সপোর্ট প্রস্তুত করা।
কানাডা থেকে সামিতের খেলার অনাপত্তিপত্র পাওয়ায় বাফুফে এখন পার্সপোর্টের আবেদন করবে বলে জানিয়েছেন ফাহাদ, ‘আগামীকাল তার পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর ফিফায় আবেদন করা হবে। ১০ জুন ঢাকায় তাকে ম্যাচ খেলানোর জন্য ফেডারেশন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’