সারাবাংলা

কলমাকান্দা ও মদনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় আকস্মিক বজ্রপাতে একটি কওমি মাদ্রাসার শিক্ষক দিদারুল ইসলাম ও মদনে মাদ্রাসাছাত্র আরাফাত মিয়া (১০) মারা গেছেন।
খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, বজ্রপাতে নিহত দিদারুলের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গতরাত ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন মাদ্রাসা শিক্ষক দিদারুল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়ার মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে তার বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয়। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
ইউপি সদস্য মোতাহার হোসেন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার ভোরে সে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়।
মদন উপজেলার ইউএনও অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসাশিক্ষার্থী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close