সারাবাংলা

মৃত ভাইকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন সিয়াম

বাগেরহাটের মোরেলগঞ্জে ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে সাইনবোর্ড-পিরোজপুর মহাসড়কের বাঁধাল গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনয় নিহত সিয়াম উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান গাজীর ছেলে।
আহতরা হলেন, সিয়ামের বাবা মজিবর রহমান গাজী (৫৫), ইজিবাইক চালক বাপ্পি (২৫) এবং একজন পথচারী। তাৎক্ষণিকভাবে ওই পথচারীর নাম জানা যায়নি।
সিয়ামের পরিবারের সদস্যরা জানান, তার ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে ইজিবাইকযোগে পিরোজপুরের দিকে যাচ্ছিল পরিবারের চার সদস্য। পথিমধ্যে সাইনবোর্ড-পিরোজপুর সহাসড়কের বাঁধাল গ্রামের বলভদ্রপুর এলাকায় তাদের বহনকারী ইজিবাইকে ধাক্কা দেয়। পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি। এতে ঘটনাস্থলে সিয়াম গাজীর মৃত্যু হয়।
মহিষপুরা ফাঁড়ি পুলিশ এসআই তমিজ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। সিয়াম গাজী ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close