সারাবাংলা

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ও রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া গ্রামের মো. জহরত আলীর মেয়ে তানহা (৬) ও রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রায়হানের মেয়ে তানিশা (৫)।
ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
শিশু তানহার স্বজন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানহাসহ তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তিনজন গভীর পানিতে ডুবে যায়। দুই শিশু বেঁচে গেলেও পানিতে ডুবে যায় তানহা। পরে বেঁচে ফেরা শিশুরা তানহাকে পানির ওপরে উঠতে না দেখলে চিৎকার দেয়। একপর্যায়ে বাড়ির অন্যান্য লোকজন শিশুটিকে উদ্ধারে পুকুরে নেমে প্রায় আধা ঘণ্টা খোঁজ করার পর ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেন। পরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর শিশু তানিশার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশুটি। একপর্যায়ে বাড়ি না ফিরলে তার স্বজনরা খুঁজতে শুরু করেন। খুঁজতে গিয়ে পুকুরের ঘাটলায় দেখেন তার পোশাক সেখানে রয়েছে, কিন্তু শিশুটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close