বিনোদন

গায়ে রং মাখতে হবে বলে ‘অ্যাভাটার’ সিনেমার প্রস্তাব ফেরান গোবিন্দ

হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘অ্যাভাটার’। জেমস ক্যামেরন পরিচালিত ‍সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সে বছর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি। আর এ সিনেমার প্রধান চরিত্রে বলিউড অভিনেদা গোবিন্দকে অভিনয়ের প্রস্তাব দেন জেমস ক্যামেরন।
পারিশ্রমিক হিসেবে দিতে চান ১৮ কোটি রুপি। তবে চিত্রনাট্য শুনে পছন্দ না হওয়ায় এ প্রস্তাব ফেরান গোবিন্দ। মুকেশ খান্নার ইউটিউব চ্যাট শোতে এমনই দাবি করেছেন এ অভিনেতা।
সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এক পাঞ্জাবি ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় ছিল। তার সঙ্গে বেশ কিছু ব্যবসার পরিকল্পনা চলছিল। কয়েক বছর পর সে ক্যামেরনের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেন। সেই আলাপের পর ক্যামেরন আমাকে এই ছবির জন্য প্রস্তাব দেন। এ বিষয়ে আলোচনা করতে আমি তাকে ডিনারে ডাকি।’
গোবিন্দ আরও জানান, ‘গল্পটি শুনে আমি ক্যামেরনকে “অ্যাভাটার” নাম দেওয়ার পরামর্শ দিই। তখন প্রধান চরিত্রে আমাকে প্রস্তাব দেন তিনি। ১৮ কোটি রুপির মতো পারিশ্রমিক, আর ৪১০ দিনের শুটিং শিডিউল চেয়েছিলেন ক্যামেরন। কিন্তু আমি রাজি হইনি। আসলে এ চরিত্রের জন্য সারা গায়ে ওভাবে রং মাখতে হলে আমাকে পরে হাসপাতালে ভর্তি হতে হতো। তাকে বলেছিলাম, এ শরীরই তো আমাদের পুঁজি, তাই এ প্রস্তাবে রাজি হতে পারছি না।’
তবে এবারই প্রথম নয়, এর আগেও এ দাবি করেছিলেন গোবিন্দ। তখন এ অভিনেতার এ দাবিকে ভিত্তিহীন বলেছিলেন ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারম্যান পহেলাজ নিহালানি। গোবিন্দের মস্তিষ্কের ডিস্ক খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
‘অ্যাভাটার’ জেমস ক্যামেরন পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক মহাকাব্যিক সিনেমা। ২০০৯ সালের ১০ ডিসেম্বর লন্ডনে এবং ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। ‘অ্যাভাটার’ বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় এবং সে সময় সারা বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে পরিণত হয়। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পাওয়ার আগপর্যন্ত এক দশক ধরে অ্যাভাটার বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা ছিল। ‘অ্যাভাটার’ সিনেমাটি ‘গন উইথ দ্য উইন্ড’-এর পর পৃথিবীর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। অ্যাভাটার সিনেমাটির মোট আয় ছিল প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close