স্বাস্থ্য

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। রোববার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয়।
তাদের দাবিগুলো হলো- বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার পাশাপাশি বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে; বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা; স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শুন্য পদ পূরণ; আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মত ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া; প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখা; ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা; সব ম্যাটস ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান; ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মিড লেভেলের চিকিৎসকরাও।
এসব দাবিতে দুপুরে তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করে রাখেন।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close