সারাবাংলা
বিলুপ্তপ্রায় ষাঁড়ের মইদৌড় দেখতে হাজারও মানুষের ভিড়
জামালপুরে শীতের সময় ক্ষেতের ফসল কাটার পর খালি মাঠে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিলুপ্তপ্রায় এই খেলা দেখতে হাজারও মানুষ ভিড় করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামাড়িয়া এলাকায় স্থানীয় কৃষকদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই খেলায় অংশ নেয় ১০টি দল। পাঁচদিন শেষে আজ ফাইনালে জয়ী হয়েছে আগুনের চরের পাঙ্খা আলীর দল। খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছে নারী শিশু বয়স্কসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়। এতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার ছিল ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়া অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিভিন্ন সান্ত্বনা পুরস্কার।
খেলা দেখতে আসা গৃহবধূ রুপালী আক্তার বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এ খেলা তুলে ধরতেই এমন খেলার আয়োজন জরুরি। ঐতিহ্যবাহী খেলাগুলো আজ হারানোর পথে। সচরাচর এ খেলাগুলোর আয়োজন করা হয় না। আজ তাই দেখতে এসেছি।
হিরা মনি নামের এক দর্শনার্থী বলেন, খেলা দেখে খুবই ভালো লেগেছে। পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা উচিত। আয়োজকদের বলবো প্রতিবছর যেন এ খেলা আয়োজন করা হয়।
খেলায় অংশগ্রহণ করা এক খেলোয়াড় ইসমাইল হোসেন বলেন, আমাদের বাপ-দাদার ঐতিহ্য এ খেলা। তাদের ঐতিহ্য ধরে রাখতেই এ খেলায় অংশগ্রহণ। অনেক ঝুঁকি আছে খেলায়। ঝুঁকি থাকলেও আয়োজনে অংশ নিতে পেরে খুশি লাগছে।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. সোহেল রানা খোকন বলেন, ৫০ বছর পর এলাকায় মইদৌড় খেলা হলো। হাজার হাজার দর্শক এখানে এসেছে, ভালো সাড়া পেয়ে খুবই ভালো লেগেছে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখবো।