সারাবাংলা

সেন্টমার্টিনে ৩ রিসোর্ট পুড়ে ৫ কোটি টাকার ক্ষতি

সেন্টমার্টিনের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
আগুনে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুড়ে যাওয়া হোটেল শায়রীর শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের নিরাপত্তা কর্মীর ভুলে আগুন ছড়িয়ে পড়ে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে ক্ষতির পরিমাণ বেশি হয়। তারপরও মানুষ বালি আর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালান। আগুন ধরার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ বিভিন্ন বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।
পুড়ে যাওয়া হোটেল কিংশুকের মালিক সরওয়ার কামাল জানান, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নতমানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। ’ কিংশুক রিসোর্টটি দেড় কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছিল।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, রাতেই আগুন লাগার খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির বিষয়টা দেখা হচ্ছে।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close