সারাবাংলা

বগুড়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে

বগুড়া বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে সেখানে বিমান চলাচল করবে। বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করতে হলে রানওয়ে বাড়াতে হবে। বর্তমানে রানওয়ে আছে ৪ হাজার ৭০০ ফুট। তবে ছোট পরিসরে বিমান চলাচল করার জন্য হলেও লাগবে কমপক্ষে ৬ হাজার ফুট। আমরা এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব করব। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।
হাসান মাহমুদ খাঁন আরও বলেন, বগুড়ায় বিমানবন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। রানওয়ে বাড়ানোর পাশপাশি যে রানওয়ে আছে তাও সংস্কার করতে হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে এটি চালু করা হবে।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ, পুলিশ সুপার জেদান আল মুছাসহ বিমান বাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে প্রশিক্ষণ বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে বগুড়া বিমানবন্দর।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close