সারাবাংলা
দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
পৌষ মাসের শেষে সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ গতকাল ছিল ৫ জেলায়, আজ আওতা বেড়ে হয়েছে ১০ জেলায়। আগামীকাল থেকে দুই-তিনদিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে না। কারণ দুইদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ১৬ থেকে ১৭ তারিখের দিকে আবারও শৈত্যপ্রবাহের আওতা বাড়বে।
তিনি বলেন, আজ সারাদেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাসে ঢাকায় শৈত্যপ্রবাহের কোনো আভাস দেখছি না।
শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আগামী শনি ও রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তীব্র শীত থাকারও সম্ভাবনাও রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।