সারাবাংলা

ময়মনসিংহে কাওয়ালির আসর ও মাজারে হামলা-ভাঙচুর

ময়মনসিংহের হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ’র (রহ.) মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে অনুষ্ঠান চলাকালীন এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিল্পী মিজান বাউলা বলেন, গত ৪৫ বছর ধরে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ’র (রহ.) মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন ঘটনা ঘটেনি। কিন্তু গতরাতে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন বড় মসজিদ মাদরাসার একদল শিক্ষার্থী এসে হামলা চালায়। এতে ২/৩ জন আহত হয়েছে। এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। এরপর তারা মাজারটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সারোয়ার হোসেন বলেন, কাওয়ালি অনুষ্ঠানে নারী ও পুরুষ একসঙ্গে নাচ-গান করছিল। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মুসুল্লি ও ছাত্ররা মিলে হামলা চালিয়েছে।
এই বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, মাদরাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চ ও মাজার ভাঙচুর করেছে। এ সময় অনুষ্ঠানের বেশকিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close