সারাবাংলা

মাইক্রোবাসে মিলল ১১ কেজি হরিণের মাংস, নারীসহ আটক ৬

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটকদের মধ্যে ২ জন নারী রয়েছেন।
আটকরা হলেন ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড সদস্যরা। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা।
এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় নারীসহ ৬ জনকে আটক করা হয়। পরে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস ও আটকদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।
এদিকে একটি সূত্র জানায়, আটকরা মোংলার সুন্দরবন এলাকায় প্রমোদ ভ্রমণে এসে পাচারকারীদের কাছ থেকে শখের বশে সুন্দরবনের হরিণের মাংস কিনে বাড়ি ফিরে যাওয়ার সময় কোস্ট গার্ড সদস্যদের হাতে ধরা পড়েন।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close