কবিতা

করোনা দিনের সংলাপ

ডা.সুরাইয়া হেলেন

কোথা থেকে যেনো ভেসে আসছে গানের সুর আর কথা — মিলন হবে কতদিনে ?…..
–গান শুনে সুপ্রিয় আর প্রিয়ার কথোপকথন:

সুপ্রিয়:
মিলন হবে মরনে,
নয় তো এ জীবনে।
আমার তা আছে মনে,
ব্যথা নিয়ে গোপনে।।…..

প্রিয়া:
তবুও তো বেসেছি ভালো, মিলেছি দু’জনে।
রচেছি স্বপ্নের ঘর, অন্য এক প্রেমের ভুবনে।
সে তো মিথ্যে নয়, সবটুকুই সত্যি এ জীবনে
তবে কেন এই আক্ষেপ দুঃখ তোমার মনে?
কেন বলো ব্যথা নিয়ে,মিলন হবে মরনে!
পৃথিবীর এই মহা মৃত্যু আতঙ্ক ‘করোনা’ দিনে?

সুপ্রিয়:
কবিও(তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) বলে গেলো ক্যেনে?

“এই খেদ মোর মনে….
ভালোবেসে মিটলো না আশ-কুলালো না এ জীবনে।
হায়, জীবন এত ছোট ক্যেনে?
এ ভুবনে?..”
……………………………………………………….
………………………………………………………………….
“এ ভুবনে ডুবলো যে চাঁদ, সে ভুবনে উঠলো কি তা?
হেথায় সাঁঝে ঝরলো যে ফুল,হোথায় প্রাতে ফুটল কি তা?
এ জীবনের কান্না যতো–হয় কি হাসি সে ভুবনে?
হায়!জীবন এতো ছোট ক্যেনে?
এ ভুবনে?

( গান–লালনগীতি।সংলাপের শেষাংশ—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস থেকে।)

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close