আন্তর্জাতিক

লিও ডিস্ট্রিক্ট 315 A1 এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শারদীয়া ডেস্ক

রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে লিও ডিস্ট্রিক্ট 315 A1 এর সিলভার জুবিলী অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২০ (শুক্রবার) বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. নজরুল ইসলাম, পিএমজেএফ

শপথ গ্রহণের পর ডিস্ট্রিক্ট গভর্নরের সাথে লিও ডিস্ট্রিক্ট 315 A1 এর কাউন্সিল সদস্যবৃন্দ

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. শহিদুল ইসলাম, এমজেএফ; লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, এমজেএফ; লায়ন কৃষিবিদ মো. তারিকুল ইসলাম; লায়ন নওজাত সারোয়াত ইসলাম, এমজেএফ; লায়ন ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমজেএফ; লায়ন ড. একেএম শামীম আলম; লায়ন ড. আসাদুল্লাহ আহমেদ দুলাল; লায়ন ড. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু; লায়ন কমর উদ্দিন, এমজেএফ; লায়ন এডভোকেট কামরুল হাসান কবির; লায়ন জাহাঙ্গীর আলম জিতু; লিও টু লায়ন  কাজী বাসেত প্রমুখ।

অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট – লিও জয়ন আরিফ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাহরিয়ার ইকবাল; ডিস্ট্রিক্ট A2 প্রেসিডেন্ট লিও রাসেল রহমান; ডিস্ট্রিক্ট A3 প্রেসিডেন্ট লিও আবু হাসান মো. ফায়সাল; ডিস্ট্রিক্ট B1 প্রেসিডেন্ট লিও এসএম আলাউদ্দিন আলো; ডিস্ট্রিক্ট B2 প্রেসিডেন্ট লিও সায়মুল আহসান অনিক; ডিস্ট্রিক্ট B3 প্রেসিডেন্ট লিও তানভীর; ডিস্ট্রিক্ট B4 প্রেসিডেন্ট লিও এইচ. এম. হাকিমসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের লিও নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লিও সুজন মিয়া (প্রেসিডেন্ট ২০১৯-২০২০) ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লিও জয়ন আরিফ (প্রেসিডেন্ট ২০২০-২০২১) লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল 315 A1 এবং প্রোগ্রাম চেয়ারম্যান ও মাস্টার অব দ্য সিরেমনি হিসেবে দায়িত্ব পালন করেন লিও ফরহাদ হোসেন, রিজিয়ন ডিরেক্টর (হেডকোয়ার্টার-১)।

অনুষ্ঠানে ২৪টি লিও ক্লাবের দুইশতাধিক লিও এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের অর্ধ শতাধিক লায়ন্স ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রণ পত্র

Program Link:
Part-1: https://www.facebook.com/315A1/videos/667477610577455
Part-2: https://www.facebook.com/315A1/videos/3341844595869662

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close