COVID-19 এর রেগুলার আপডেট রিপোর্ট ভালভাবে খেয়াল করলে দেখবেন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। বিশেষ করে যাদের –
হৃদরোগ আছে
শ্বাসতন্ত্রের অসুখ আছে
ডায়াবেটিস আছে
ক্যান্সার আছে
উচ্চরক্তচাপ আছে
রেনাল ফেইলিউরে ভুগছেন
যারা কেমোথেরাপী নিচ্ছেন এবং
ইমিউনোস্প্রেসিভ ঔষধ গ্রহণ করছেন।
আমাদের সকলেই ঘরেই বয়স্ক বা মুরুব্বী কেউ না কেউ আছেন। যথাসম্ভব তাদেরকে বাইরে যাওয়া থেকে আটকান। বাসায় মেহমান আসাও বন্ধ করুন। আপনারাও বাইরে থেকে গিয়েই আগে ভাল করে গোসল করবেন, জামা কাপড় ফুটন্ত পানি দিয়ে ধোবেন। তারপর তাদের সাথে দেখা করবেন।
অন্য জিনিসপত্র মজুদ না করে বরং মুরুব্বীদের কিছুদিনের ঔষধ মজুদ করুন। যেন ২/৩ সপ্তাহ আপনি বাইরে না গেলেও ঔষধে টান না পড়ে। বাড়ির ড্রাইভার, দারোয়ান, সাহায্যকারী বা অন্য যে কেউ বয়স্ক হলে তাকে বেতন সহ ছুটি দিয়ে দিন প্লিজ। তিনিও কারো পিতা, মাতা, কারো স্বজন।
আপনি, আমি হয়ত স্রষ্টার কৃপায় বেঁচে যাব, কিন্তু বয়স্ক মানুষগুলো যেন বিপদে না পড়ে। তাদের দায়িত্ব আমাদেরই।
Dr. Josepha Elizabeth
Research Officer
icddr,b