কবিতা

হেমন্তের পত্র

দীপ্তি সরকার

প্রিয় হেমন্ত-
তোমার সোনা রোদে নিজেকে পোড়াতে চাই
তোমার স্নিগ্ধ শিশিরে নিজেকে ভেজাতে চাই।
কিন্তু কি করি বলো?
শহরের এই ব্যস্ত জীবনে তোমার কাছে যাবার সময় নাহি পাই।

হেমন্ত-
তোমার আগমনে প্রকৃতি আর শিউলি ফুলের আতর মেখেছে।
সবুজ ধানেরা আজ সোনালী রং মেখেছে।
সোনা রোদে শিশির মেখে ঘাসেরা সব আনন্দে মেতেছে।
গ্রামে গ্রামে আজ বুঝি তাই নবান্নের ধুম পড়েছে।

হেমন্ত-
আজো তুমি আসো প্রকৃতিকে সেই ভাবেই হয়তো ভালোবাসো;
শহরের ইট কাঠ পাথরের চারদেয়ালে আটকে পড়া
এই হতভাগী আমিই শুধু তোমার পরশ নাহি পাই
পুরনো স্মৃতি বুকে নিয়ে তাইতো দিন কাটাই।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close