কিছু না পাবার ম্যাচে সাকিব আল হাসান আমাদের উপহার দিলেন নিজের ওডিআই ক্যারিয়ার এর ৮ম শতক। মাহমুদউল্লাহ’র পর সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন! টানা দুই ম্যাচ অর্ধশত করার পর বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরির পূর্ণ করলেন সাকিব আল হাসান।
বিশ্বকাপ ২০১৫ এ ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছিল টিম টাইগার্স। তবে এবারের ম্যাচের রূপ ভিন্ন। বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন মাশরাফি। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রানের পাহাড় গড়ে তোলে ইংলিশরা। জবাবে টাইগারদের ইনিংস থেমে যায় ২৮০ তে। এই স্কোর তাড়া করে জেতা সম্ভব নয় তা অনেকে মেনে নিয়েই খেলা উপভোগ করেছেন শেষ পর্যন্ত।
খেলোয়াড়রদের ক্লান্তি, বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন, আর ফিল্ডিং এর মান মান বাড়ালে, হয়ত ব্যবধান কমানো যেত। এতে সমর্থকরা আরো বেশী স্বস্থি পেতেন।
আগামী ম্যাচ ১১ই জুন। প্রতিপক্ষ শ্রীলংকা। শুভ কামনা রইলো টিম বাংলাদেশের প্রতি।