কবিতা

অপূর্ব সঞ্চার

জেবুননেসা হেলেন

যেদিন যেদিন
নিরব আকাশে চেয়ে চেয়ে
রাতের প্রহর কাটে,
দু’একটি খসে যাওয়া
তারার হারিয়ে যাওয়ায়
পলক পড়ে,
সেদিন সেদিন
ফুলটোকা
খেলার ছলে
আকাশ থেকে যেনো
তারা এনে কপালে বসাতে
খুব মনে পড়ে।
মেঘ এসে চাঁদ তারা ঢেকে দিলে,
চাঁদের বালিয়াড়ি, ধূমকেতু জ্বলা
আর নক্ষত্রের বিক্রিয়া
মগজের আবেগ ঝেড়ে ফেলে,
হাই ওঠে আর ঘুমের ডাক পড়ে।
ঘরে তখন নিত্যদিনের
গৃহস্থালি হামলে পড়ে।
তবুওতো অসম্পূর্ণ স্বপ্নেরা
আশার ফসল রোপণ করে,
বেঁচে উঠি বারে বারে…
তোমারও কী মন এমন করে?

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close