কবিতা
চলমান

মন্ত্র

হাফিজ উদ্দীন আহমদ 

ঠোঁটের ডগা থেকে প্রেম শুষে নিয়ে 

জরায়ুতে কতো দিবে অযাচিত ভ্রূণ 

হাতের কব্জিতে ঝুলিয়ে কাঁকন 

সুপারিবিহীন পানে আর নয় চুন 

চুলের অন্ধকারে জোনাকী গুঁজে 

নিভে জ্বলে কি দেখাবে পথ আমাকে?

বদলাও নিজেকে ,হাত দিয়ে আর 

পারবে না ঢাকতে সূর্যটা কে 

শরীর জাগাতে শুধু স্তব্ধ রাতে 

মনটারে কি করে পাড়াবে  হে ঘুম?

চোখের জমিতে জাগে মরা ধান 

বাস্তব কঠোর ভরা বিক্ষুব্ধ উম 

কবিতার প্রাণ এনে ছন্দ বিরোধ 

দমাতে নারী যে আজ জাগ্রত 

ভ্রষ্ট গোলাপ হাতে থামো নির্বোধ 

ত্বকের গ্রন্থিগুলো গায় সংগীত 

সুবর্ণ সময় দেখো বুনে যে ফসল 

প্রতারিত প্রত্যয় গড়ে তার ভিত 

কি তীব্র মূর্ছনায় ডমরু বাজায় 

জলদ মন্ত্র এই জীবন মরণ 

পারবে না পিষতে হে পায়ের তলায় 

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close