খেলা
চলমান

বাগেরহাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট।।

বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সোমবার (৭ জানুয়ারি) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু প্রমুখ।

প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ে বাগেরহাট ভেন্যুতে যশোর, নড়াইল ও কুষ্টিয়া জেলা অংশ নিয়েছে। শনিবার (১২ জানুয়ারি) এ  প্রতিযোগিতা শেষ হবে। 

উদ্বোধনী খেলায় যশোর জেলা ক্রিকেট দল নড়াইল জেলা দলকে ১৯৮ রানে পরাজিত করে। টসে জিতে যশোর জেলা দল নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেটে ২২৭ রান করে। জবাবে নড়াইল জেলা ক্রিকেট দল মাত্র ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৯ রান সংগ্রহ করে। খেলা পরিচালনা করেন একেএম মুসা ও তানুজী নাগ।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close