বিনোদন
জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ১৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মডেল মেঘনা আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মেঘনা আলমের আইনজীবী তাহমীম মহিমা বাঁধনও একই কথা জানান।
গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। পরদিন ১০ এপ্রিল রাতে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।
১৫ এপ্রিল চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মেঘনা আলম ও তার পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সেইসঙ্গে সমীরের রিমান্ডও মঞ্জুর করেন আদালত।
মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়। গত সোমবার তার জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. সানাউল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।