খেলা
শেষ বিকেলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে বাংলাদেশ

অম্ল-মধুর দুই সেশনের পর নিজেদের মেলে ধরে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলটা রাঙিয়ে নেন বোলাররা। জিম্বাবুয়েকে চেপে ধরে থামান রানের গতি, সমান্তরালে তুলে নেন উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। আজ সোমবার (২৮ এপ্রিল) প্রথম দিনের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারী জিম্বাবুয়ে। প্রথম সেশনে ওপেনাররা ফেরেন সাজঘরে। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিব। জিম্বাবুয়ের দুই ওপেনার শুরুটা করেন দেখেশুনে। ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে ৪১ রান তোলে জিম্বাবুয়ে। তখনই আঘাত হানেন অভিষিক্ত তানজিম সাকিব।
একাদশ ওভারে সাকিবের বলে উইকেটের পেছনে জাকের আলী অনিকের তালুবন্দি হন বেনেট। বেনেটের ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা। সাকিবের আঘাতের পর দলকে দ্বিতীয়বার উল্লাসের উপলক্ষ এনে দেন তাইজুল ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন অপর ওপেনার বেন কারান। বোল্ড হওয়ার আগে কারানও করেন ২১ রান। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
৭২ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন নিক ওয়েলচ ও শিন উইলিয়ামস। সফরকারী দুই ব্যাটার ইতোমধ্যে গড়েছে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি। দুজনই তোলেন ফিফটি। তবে, ৫৪ রান করে সাজঘরের পথে হাঁটা ধরেন ওয়েলচ। প্রচণ্ড গরমে মাঠে টিকতে না পেরে রিটায়ার্ড হার্ট হন তিনি। পরে অবশ্য আবার নামলে বোল্ড হন তাইজুল ইসলামের বলে।
এর আগে বাংলাদেশকে কক্ষপথে ফেরান নাঈম হাসান। এই স্পিনার দ্রুতই তুলে নেন দুই উইকেট। ৬৭ রান করে সেট হওয়া উইলিয়ামসকে সাকিবের ক্যাচ বানিয়ে বিদায় করেন। এরপর জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটের পেছনে জাকেরের ক্যাচ বানিয়ে আউট করেন। ৫ রানে ফিরে যান আরভিন। এরপর আর নিজেদের ফিরে পায়নি জিম্বাবুয়ে।
৮০ ওভারের পর আসা নতুন বলে স্পিন জাদু দেখান তাইজুল। ৮১তম ওভারে পরপর দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে দেন তাইজুল। পান ফাইফার। জিম্বাবুয়েকে অলআউট করার পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশ। তাফাজওয়া সিগা ও ব্লেসিং মুজারাবানি শেষ ৫ ওভারে মাটি কামড়ে পড়ে থাকেন। আগামীকাল সকালে মুজারাবানি ২ ও সিগা খেলতে নামবেন ১৮ রান নিয়ে।
বাংলাদেশের পক্ষে ৬০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৪২ রানে ২ উইকেট পান নাঈম। অভিষিক্ত সাকিবের ঝুলিতে ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২২৭/৯* (বেনেট ২১, কারান ২১, ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭, আরভিন ৫, মাদেভিরে ১৫, সিগা ১৮* , মাসাকাদজা ৬, এনগারাভা ০, ভিনসেন্ট ৮, মুজারাবানি ২*; হাসান ১০-৩-২৪-০, সাকিব ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭-৬-৬০-৫, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)।