সারাবাংলা

নাটোরে অটোরিকশায় ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা

নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার বিকেলে ছাত্রলীগ কর্মী ফয়সালের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- নাটোর নবাব সিরাজ উদ্‌-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন হোসেন ও সাধারণ সম্পাদক নুহন খান নাঈম। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ফয়সালকে মারধরের ঘটনায় তার বাবা সোমবার দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববারই ঘটনাটি নজরে এলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সালকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পাদানিতে ফেলে মারধর করা হয়। এ ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় শুইয়ে ছাত্রলীগ কর্মী ফয়সালের পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ। সঙ্গে থাকা আরও কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা ফয়সাল চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। কিন্তু নির্যাতনকারী তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close