সারাবাংলা

বাগেরহাটের এসপির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ দুদকে

বাগেরহাটের বর্তমান এসপি তৌহিদুল আরিফের বিরুদ্ধে ১০ কোটি টাকার বেশি দুর্নীতি অভিযোগ তদন্তে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। বুধবার (১৬ এপ্রিল) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই আবেদন করেন তিনি।
এ সময়, আবেদনে মোট ১৪ টি অভিযোগ উল্লেখ করা হয়। অভিযোগ গুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্য বিধান সামগ্রী ও দ্রব্যাদি ক্রয়ে ৪৫ লক্ষ টাকার দুর্নীতি, রেশন সামগ্রী ক্রয় সংক্রান্ত দরপত্রে কোটি টাকারও বেশি দুর্নীতি ও ৫০ লক্ষ টাকা চাঁদা আদায়, ঔষধ ক্রয়ের ১৫ লক্ষ টাকা আত্মসাৎ, মোটরযানের যন্ত্রাংশ কেনার ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ ছাড়াও আরও অভিযোগ।
ব্যারিস্টার এম সরওয়ার জানান, ৫ আগস্টের পর বাগেরহাটের এসপি হিসেবে যুক্ত হয়েই বেপরোয়া ভাবে দুর্নীতি শুরু করেন এই এসপি। এ সময়, দ্রুতই দুদককে অনুসন্ধান শুরু আহবান জানান এম সরওয়ার হোসেন।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close