সারাবাংলা
বিএনপি নেতা বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষতি হয়নি তার। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে চৌদ্দমাইল সুপার জুট মিলের কাছে ইউপি চেয়ারম্যান বাশার দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের উপর বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।
এদিকে এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা ফুলতলা বাজার এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।