সারাবাংলা
জামালপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরের ইসলামপুরের যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধার এখনো চলছে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকালে ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মন্ডল ইসলামপুর উপজেলার কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল মন্ডলের ছেলে। নিখোঁজ দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী উঠায় এ ঘটনা ঘটেছে। বাকি নিখোঁজ দুইজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।