সারাবাংলা
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লার মনোহরগঞ্জের এক প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে (৩৪) আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সবশেষ মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে মামলার এজহারে বলা হয়েছে।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, তার স্বামী একজন দুবাই প্রবাসী। সে তার একমাত্র সন্তানকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছেন। সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টায় তার বসত ঘরে দরজা ধাক্কাধাক্কির শব্দ শুনে জিজ্ঞাসা করতেই বাহির থেকে বলে উঠে আমি সুজন। এত রাতে কেন দরজা ধাক্কা দিচ্ছে জিজ্ঞেস করলে তখন সে তার কাছে কিছু টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সে তার শ্লীলতাহানি করে। একপর্যায়ে সুজন হাত দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় ব্যক্তিরা অভিযুক্ত সুজনকে ডেকে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে ধর্ষক সুজনকে তারা আটকে রাখে ও পরে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার পর সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।