সারাবাংলা
বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা এলাকায় বিএনপি কর্তৃক জামাত-শিবির কর্মীদের ওপর হামলা,বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। সোমবার (৩১ মার্চ) বাদ মাগরিব ইসলামী ফাউন্ডেশনের সাবেক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।
এই সংবাদ সম্মেলনে উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী অভিযোগ করেন, বাউসা ইউনিয়ন পরিষদে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে জামাত ২০ মার্চ মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে বিএনপির ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় জামাতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ২৩ মার্চ বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে ৩০ মার্চ বিএনপি নেতা রেজাউল করিমের ভাতিজা আরাফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহম্মেদকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
একই রাতে শিবির কর্মী মারুফ, মুন্না ও ফয়সালকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সৌরভ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতদের মধ্যে মারুফ ও মুন্না স্থানীয় বাঘা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
জামাত নেতারা আরও অভিযোগ করেন, ঈদের রাতে বিএনপির সন্ত্রাসীরা জামাত-শিবির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। বাউসা ওয়ার্ড জামাতের সভাপতি মিজানুর রহমান শিল্পীর বাড়িতে হামলা চালিয়ে আনুমানিক দুই লাখ টাকার বাদাম লুট করা হয়। একইভাবে, শিবির কর্মী রোহানের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা ও দুটি বাইসাইকেল লুট করা হয়। এছাড়া, রোহানের মিলেও হামলা চালানো হয়েছে।
এদিকে অভিযুক্ত আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের দাবি, ঘটনার সময় আরাফাত বাড়িতেই ছিলেন এবং তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।
বিএনপি নেতা রেজাউল করিম জানান, তিনি এই ঘটনার বিষয়ে কিছু জানেন না।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান জানান, জামাতে ইসলামী একটি মামলা দায়ের করেছে। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।