সারাবাংলা

নরসিংদীতে দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চানপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে মোহিনীপুর গ্রামের সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রাথমিকভাবে আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিগত কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিলো। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বার গ্রুপ বাঁধা দিলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় আমিন ও বাশার নামে দুই যুবক নিহত হয়। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, শুনেছি, দুইজন মারা গেছেন। তবে একজনের লাশ বুঝে পেয়েছি। এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close