সারাবাংলা

অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি, মালামাল জব্দ

লক্ষ্মীপুরে খাদ্য গুদামে টিসিবির ট্রাক সেলে সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি করার সময় সয়াবিন তেল, চিনি, ছোল, মসুর ডালসহ একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এমন অনিয়ম করায় পণ্যের গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা খাদ্য গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) মালামাল ভর্তি পিকআপ ও অটোরিকশা জব্দ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস ঘটনাস্থলে অভিযান চালায়।
জেলা এনএসআই সূত্র জানায়, ইকবাল মাহমুদের যোগসাজশে অবৈধভাবে খাদ্য গুদামে পরিবেশকের মনোনীত ব্যবসায়ীর কাছে মালামাল বিক্রি করা হচ্ছিল। এসময় ১টি ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ১৮৪ টি ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এছাড়া অপর ট্রাকের ৪০০ টি ডিওর মধ্যে ৫০টি ডিও কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখা হয়। নির্দিষ্ট এলাকায় ট্রাক সেলের মালামাল বিক্রয় না করে তারা অবৈধ পথ অবলম্বন করে।
এ ঘটনায় অভিযুক্ত পরিবেশক রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী এমরান হোসেনকে ১৮৪ টি ডিও কার্ডের মূল্য অনুযায়ী ৮৮ হাজার ৪৪ টাকা জরিমানাসহ ডিলারশীপ লাইসেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিসিবি মালামালসহ পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় পরিবেশককে ডিও কার্ড অনুযায়ী জরিমানা ও তার লাইসেন্স বাতিল করা হয়।
একইসঙ্গে গুণগতমান নির্ণয়ে দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close