বিনোদন
নিলয়ের ঈদের নাটক ‘নিহারকলি’

এবারের ঈদে টিভি চ্যানেলের জন্য নির্মিত নাটক ‘নিহারকলি’। নাটকটিতে মাহুতের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। ইতিমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
গত বছর কুমিল্লায় একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ঘটনার আদলে নির্মিত হয়েছে নাটক ‘নিহারকলি’। নাটকটি রচনা করেছেন সেজান নূর, পরিচালনা করেছেন ফজলুল হক।
নাটকটি সম্পর্কে নিলয় বলেন, ‘হাতি নিয়ে নাটকের গল্পটি ভিন্ন রকমের। কাজ করে আমার ভালো লেগেছে।’
হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে নানাভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে, হাতিটিরও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতির বয়স হয়ে যায়, তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের সংকটে পড়ে, হাতিটিরও খাবারের জোগান কমে যায়। এমন একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
এতে আরো অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে।