সারাবাংলা
কোম্পানীগঞ্জে আন্তঃজেলা দুই ডাকাত সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে।
শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আবদুল কাদেরের ছেলে আবুল বাশার (৫৫) ও তার ছেলে মো. আজাদ (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল বাশার এবং তার ছেলে আজাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮-১০টি মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়িতে ডাকাতির ঘটনায় প্রাথমিক ভাবে আজাদ ও তার বাবা আবুল বাশার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও পুলিশ জানায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেপ্তারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় ইতোমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী, গরু চোর, অস্ত্রসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও মাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।