খেলা

দুই-তিন সপ্তাহের বিশ্রামে মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বয়ে আনা চোট এবার মাহমুদউল্লাহ রিয়াদের কাল হয়ে দাঁড়িয়েছে। এই চোটের কারণে ২২ গজ থেকে ছিটকে গেছেন তিনি। গতকাল মোহামেডানের হয়ে খেলতে পারেননি। তাকে দুই-তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। এই কারণে চলতি ডিপিএলের প্রথম পর্বে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গেল ৩ মার্চ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তবে ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই সফল হতে পারেননি। সেই ম্যাচে তার দল মোহামেডানও হেরেছিল। গতকাল দলটি জয় পেয়েছে। যেখানে রিয়াদের বদলে একাদশে ছিলেন তাওহীদ হৃদয়।
মোহামেডানের একাদশে মাহমুদউল্লাহ রিয়াদকে না দেখে অবাক হয়েছিলেন সবাই। পরে খোঁজ নিয়ে জানা যায়, চোটের কারণে খেলতে পারছেন না তিনি। কেবল এই ম্যাচ নয়, চলতি ডিপিএলের প্রথম পর্বের কোনো ম্যাচ খেলা হবে কি না, সেটি নিয়েও রয়েছে সংশয়।
গতকাল বিসিবির একটি সূত্র দৈনিক ইত্তেফাককে জানিয়েছেন, মাহমুদউল্লাহর চোট গুরুতর না। কাফ মাসলের সমস্যায় ভুগছেন তিনি। এজন্য তাকে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। বিষয়টি বিসিবির মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে মোহামেডানকে জানানো হয়েছে।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময়ে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এ কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৭ রান করেছিলেন।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close