সারাবাংলা

ইফতারের পর থেকে নিখোঁজ, লেকে ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।
নিহত যুবক জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
পুলিশ সুত্রে জানা গেছে, একমাস আগে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি। আজ সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
ওসি শাহিনূর আলম বলেন, বুধবার থেকে তিনি নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেননি। পরিবার বলছে, ওই যুবক মৃগী রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close