সারাবাংলা

সুনামগঞ্জে আরেকটি জলমহালের মাছ লুট

সুনামগঞ্জের দিরাইয়ে ঘোষণা দিয়ে আরেকটি গ্রুপ জলমহালের মাছ লুট করেছে দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে আরেকটি বিল লুট করতে আসলে স্থানীয়দের প্রতিরোধে ফিরে যায় তারা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
জলমহালের ইজারাদাররা জানান, বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বালি বিলে আশপাশের গ্রামের কয়েক’শ মানুষ লুট করতে আসে।
এ সময় জলমহালের পার্শ্ববর্তী চানপুর গ্রামের সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলেও লুটপাটকারীরা স্থানীয়দের প্রতিরোধে ফিরে যায়।
তবে ফিরে যাবার একই ইউনিয়নের হালুয়া কাটুয়া কচুয়া গ্রুপ জলমহালের মাছ লুট করে নিয়ে গেছে। জাল, কোছ, পলোসহ মাছধরার দেশীয় নানা যন্ত্র দিয়ে কয়েক ঘণ্টা মাছ লুট করে তারা।
এতে ওই ইজারাদারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইজারাদার এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
হালুয়া কাটুয়া কচুয়া গ্রুপ জলমহালের ইজারাদার পরেশ বিশ্বাস জানান, আমরা আজ থেকে বিলে মাছ আহরণ করার কথা ছিল। সব প্রস্তুতি ছিল।
কিন্তু হঠাৎ করে সকাল ১০টার দিকে কয়েক’শ লোক জলমহালে এসে মাছ লুট করতে থাকে। মাছের সঙ্গে জলমহালের আনুষঙ্গিক জিনিসপত্রও তারা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গতকাল অনেক চেষ্টা করেও লুটপাটকারী হাজারো জনতাকে থামাতে পারিনি। আজও একটি বিলের মাছ লুট হয়েছে।
তবে আরেকটি বিলের মাছ লুট করতে আসলে স্থানীয়দের প্রতিরোধে তারা ফিরে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কয়েকদিন ধরে দিরাই শাল্লার উন্মত্ত জনতা একাধিক বিলের মাছ লুট করেছে। সবগুলো বিলই ছিল সরকারের ইজারাধীন। এ কারণে আগামীতে কেউ ইজারা নিবে না এবং সরকার রাজস্ব বঞ্চিত হতে পারে। তাই স্থানীয় জনতাকে থামার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close