খেলা
টস জিতে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে টস জিতেছেন নিউ জিল্যান্ড। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠানোর সিধান্ত নিয়েছেন।
স্যান্টনার বলেন, “উইকেট ভালো মনে হচ্ছে। এখানে শিশির আশা করছি না। দেশকে নেতৃত্ব দেওয়া একটা সম্মানের ব্যাপার। আমরা জানি এই পরিস্থিতিতে কি আশা করতে হয়। আমরা অপরিবর্তীৎ একাদশ নিয়ে নামছি। দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখার আশা করছি।”
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। চোট কাটিয়ে অধিনায়ক বাভুমা ফিরেছেন ট্রিস্টান স্ট্যাবসের জায়গায়। অন্যদিকে এইডেন মার্করামও ফিট থাকায় একাদশে আছেন। বামুভা বলেন, “আমরা খুব একটা উদ্বিগ্ন না, তবে আমরাও ব্যাটিং করতেই পছন্দ করতাম। তবে আমাদের ভালো শুরু করতে হবে।”
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওরর্ক।
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনদিগি।
ক্রিকেটের দুই কপালপোড়ার লড়াই
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে নেই স্বাগতিক পাকিস্তান। তাতে কি দ্বিতীয় সেমি ফাইনালে আজ বুধবার (৫ মার্চ, ২০২৫) দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড ম্যাচের জৌলশ খানিকটা কমছে? হয়ত কমছে বটে। তবে গাদ্দাফি স্টেডিয়াম এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কানায় কানায় ভরে উঠতে পারে লাহোরবাসীর ক্রিকেট প্রেমর কারণেই।