সারাবাংলা

কক্সবাজারে হামলা সংঘর্ষ: নিহত যুবকের বাবার মামলা

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও সংঘর্ষের চলাকালে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাত দিন পর গত সোমবার (মার্চ) নিহতের বাবা নাসির উদ্দিন কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলার বাদী নাসির উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা। তিনি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কক্সবাজারের সাবেক সুপার।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশের সমিতি পাড়ায় বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে, ওই ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি বিমানবাহিনীর পক্ষ থেকে সমিতি পাড়ার দুইজনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ৩০০ জনকে আসামি করে মামলা হয়। মামলার বাদী বিমানবাহিনীর সার্জেন্ট জিয়াউল হক।
এই মামলায় সমিতি পাড়ার রাহাত ইকবাল ওরফে ইকবাল বাহার এবং এজাবত উল্লাহকে অভিযুক্ত করা হয়েছে।
নাসির উদ্দিনের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যরা স্থানীয় যুবক জাহেদুল ইসলামকে ধরে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে ছাড়িয়ে আনতে যায়। তখন সংঘর্ষ শুরু হয়। এ সময় রাস্তার পরিস্থিতি দেখতে গেলে শিহাব গুলিবিদ্ধ হন।
বিমানবাহিনীর করা মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিমান ঘাঁটির স্পর্শকাতর স্থাপনায় হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে অতর্কিত আক্রমণ করে। তারা বিমানবাহিনীর ছয়-সাতটি সিসিটিভি ক্যামেরা, দুটি মোটরসাইকেল, কয়েকটি সরকারি গাড়ি, একটি অফিস ভবন, নির্মাণাধীন দালান ভাঙচুর করে। নির্মাণ সামগ্রীও লুটপাট করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৯ লাখ ৪০ হাজার টাকা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “মামলাগুলোর তদন্ত চলছে। শিহাব গুলিবিদ্ধ হয়ে নাকি ইটপাটকেলের আঘাতে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close