খেলা
হতাশায় অবসরের চিন্তা ফখর জামানের

পাকিস্তানের বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার ফখর জামান ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত না নেওয়ার জন্য ফখরকে অনুরোধ করেছে। পিসিবি তাকে সময় নিয়ে ভাবার ও পুরোপুরি ফিট হয়ে ক্রিকেট শুরু করার পরামর্শ দিয়েছে।
ফখর জামান কয়েক বছর ধরে ইনজুরিতে ভুগছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ইনজুরিতে পড়েন তিনি। তার ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। তবে টুর্নামেন্টের আগে ফিট হয়ে পাকিস্তান দলে নাম তোলেন। ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ওই ফখর প্রথম ম্যাচেই ইনজুরি নিয়ে দলের বাইরে চলে যান।
ইনজুরির ওই হতাশায় তিনি ক্রিকেট ছাড়তে চান বলে খবর। সূত্র জানিয়েছে, ফখর মানসিকভাবে খুব হতাশ। ইনজুরি ও শারীরিক জটিলতায় তিনি ক্রিকেট ছাড়তে চান।
সূত্র আরও বলেছে, ফখরের কিছু শারীরিক জটিলতা আছে। যে কারণে শারীরিক ও মানসিকভাবে তিনি খুব হতাশ সময় পার করছে। ২০২২ সাল থেকে হাঁটুর ইনজুরিতে ভুগছেন ফখর। যে কারণে তিনি শুধু টি-২০ ফরম্যাটে মনোযোগ দিতে চান।