বিনোদন

মেহজাবীনের নায়ক হয়ে শুরু, রেহান ভাসছেন প্রশংসায়

শোবিজে নবাগত অভিনেতা রেহান। মডেলিং দিয়ে পথচলা শুরু করেছিলেন। কোভিড পরবর্তীতে টিভি কমার্শিয়ালে কাজ করে আলোচনায় আসেন। সেই রেহান কাজ করেছেন ওটিটিতেও। মুক্তি পেয়েছে তার অভিনীত ‘নীল সুখ’। এখানে তিনি জুটি বেঁধেছেন হালের ক্রেজ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে। সম্প্রতি হয়ে গেল ওয়েব ফিল্মটির প্রিমিয়ার। সেখানে আগত দর্শক-সমালোচকদের নজর কেড়েছেন রেহান। সবার কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত তরুণ এই অভিনেতা।
মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’ উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শক প্রতিক্রিয়া নিয়ে রেহান বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটা প্রাপ্তি আমার জন্য। আমি এখানে নতুন। একটা চাপা দুশ্চিন্তা ছিল। কিন্তু সিনেমাটি দেখে সবাই যেভাবে আমার চরিত্রের প্রশংসা করছেন, আমি অনুপ্রাণিত। আমার ক্যারিয়ারের প্রথম প্রিমিয়ার ছিল এটি। অনেকের সঙ্গে প্রিমিয়ারে কথা হয়নি। তারা কল দিয়ে এপ্রিশিয়েট করেছে।’
রেহানের শুরুটা ফ্যাশন মডেল হিসেবে। সেই দিনগুলো নিয়ে কথা স্মরণ করে তিনি বলেন, ‌‘২০১৮ সালে কাজ শুরু করি শোবিজে। অনেক স্বপ্ন নিয়ে এখানে আমি কাজ করতে এসেছি। অনেক স্ট্রাগল করেছি। শুরুতে মডেলিং করতাম। অনেক কাজ করেছি। করোনার পর থেকে টিভি কমার্শিয়ালে সুযোগ আসে। সেখানে কাজ করতে গিয়ে অনেক পরিচালকদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই ওটিটি ও ফিকশনে কাজ পাওয়া। ‘আরারাত’ নামে ওয়েব সিরিজে প্রথম কাজ করি। ‘নীল সুখ’ আমার দ্বিতীয় কাজ।’
মেহজাবীনের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল রেহানের। তিনি বলেন, ‘মেহজাবীন আপু সুপারস্টার। কিন্তু একজন সাধারণ মানুষের মতো আচরণ তার। সহশিল্পী হিসেবে খুবই সহযোগী মনোভাব উনার। আমি খুবই লাকি যে ক্যারিয়ারের শুরুর দিকে আমি তার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। ‘নীল সুখ’ আমাদের দ্বিতীয় কাজ। ‘আরারাত’-এও আমরা কাজ করেছি। এর আগে থেকেও আমরা পরিচিত ছিলাম। এটা তার সঙ্গে কাজের ক্ষেত্রে অনেক উপকারে এসেছে আমার জন্য। উনার সঙ্গে কাজ করলে কখনো ফিল করতে দেন না যে আমি নতুন। কাজগুলোতে শুরু থেকে শেষপর্যন্ত ফুল টাইম সাপোর্ট দিয়েছেন। আর বাকিটা সামলেছেন ভিকি ভাই। তিনি দক্ষ একজন পরিচালক। তার সঙ্গে কাজ করতে গিয়ে খুব ইজি ফিল করেছি।’
রেহানের প্রত্যাশা, ‘নীল সুখ’ সব শ্রেণি-বয়সের দর্শককে মুগ্ধ করুক। একটা কাজের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে। সেখানে অনেক শ্রম ও মেধার বিনিময় হয়। ছবিটি দর্শকের কাছে সাড়া পেলেই সব স্বার্থক হবে।
ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী? প্রশ্নের জবাবে রেহান বলেন, ‘কখনো পরিকল্পনা করে কিছু করতে পারি না। আপাতত হাতে কোনো কাজ নাই। বেশ কয়েকটি কাজের কথা চলছে। সেইগুলো ব্যাটে বলে মিলে গেলে ব্যস্ত হয়ে উঠবো। ভালো কাজের সঙ্গে ব্যস্ত থাকতে চাই, এটাই প্ল্যান বলতে পারেন। ওটিটি বা যেখানেই কাজ করি না কেন সেটা যেন সমৃদ্ধ হয়। আমার চরিত্রটিকে যেন দর্শক পছন্দ করেন, মনে রাখেন সেটা চাই।’
ক্যারিয়ারের শুরুর দিক থেকেই প্রেক্ষাগৃহের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রেহান। তবে নিজেকে প্রস্তুত না করে বড় পর্দার চ্যালেঞ্জ নিতে চান না। তার ভাষ্য, ‘ওটিটিতে যদিও সিনেমা করেছি তবে প্রেক্ষাগৃহের সিনেমাগুলোর আমেজটাই বিশাল। সেখানে সবকিছুই বড় পরিসরে হয়। তাই আমি আরও সময় নিতে চাই। একটা কিছু শুরু করে যেন হুট করে থেমে যেতে না হয়। আশা করছি যে স্বপ্নে পথ চলতি তা পূরণ করতে পারব। সবার ভালোবাসা ও সমর্থন চাই।’

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close