বিনোদন

মেহজাবীন আমার জীবনে মূল্যবান ব্যক্তি, বললেন রাজীব

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দু’জনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দু’জনই মুখে কুলুপ আঁটেন।
দীর্ঘদিন ধরেই শোবিজে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে ঘিরে প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। তাদের কেউই সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। যদিও একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে প্রায়ই। প্রশ্ন করলেই এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। তারা যে একে অপরের আবিষ্ট তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা।
এবার ভালোবাসা দিবস থেকেই শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ যুগল। মেহজাবীন-রাজীবের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আগামী ২০ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন তারা। আরেকটি সূত্র বলছে ২০ নয় ২৩ তারিখে হবে তাদের গায়ে হলুদ। আর বিয়ের আনুষ্ঠানিকতা হবে ২৪ জানুয়ারি।
সূত্র বলছে, ইতোমধ্যে বিয়ের দাওয়াত কার্যক্রম চালাচ্ছেন এ জুটি। বিয়ের দিন এই দুই তারকার পরিবার ও কাছের মানুষেরা উপস্থিত থাকবেন। তবে এ বিষয়ে এখনও মেহজাবীন বা রাজীবের কেউই মুখ খুলেননি। মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি।
এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন এ যুগল। বরাবরই এসব এড়িয়ে গেছেন তারা। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ তবে প্রেম ও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।
এমনকি বছরখানেক আগে এ-ও শোনা গিয়েছিল যে, ইতোমধ্যে তারা বিয়ে সেরে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন। এ গুঞ্জনেও সিলমোহর দেননি তাদের কেউই! এবার অবশ্য বিয়ের বিষয়টি চূড়ান্ত। অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবীন!
প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন মেহজাবীন চৌধুরী। নজর কেড়েছেন ওয়েব ফিল্মেও। ইতোমধ্যে অভিষেক করেছেন বড় পর্দাতেও। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close