খেলা

পাকিস্তান লেখা রেখেই ভারতের জার্সি প্রকাশ

ভারতে ২০২৩ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনা শুরু হয়। যার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা। অবশেষে একদিন পর শুরু হচ্ছে কাঙ্খিত ওই চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাচ শুরুর আগের দিনও আলোচনায় ভারত ও পাকিস্তান।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে সম্মত হয়নি। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে তারা। এরপর তারা জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না এমনটা শোনা গিয়েছিল। অবশেষে পাকিস্তানের নাম রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ করেছে বিসিসিআই।
জার্সিতে দেখা গেছে, এক পাশে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান’ লেখা আছে। অন্য পাশে বিসিসিআই-এর লোগো। আইসিসির টুর্নামেন্ট যে দেশ আয়োজন করে ওই দেশের নাম জার্সিতে রাখা নিয়মের মধ্যে পড়ে। যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানের নাম জার্সিতে রাখতে বাধ্য হয়েছে ভারত।
এর এক দিন আগে অবশ্য করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা উত্তোলন করা হয়নি। ভারত ছাড়া আসরে অংশ নেওয়া বাকি সাত দলের পতাকা উত্তোলন করে পিসিবি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে এর ব্যাখ্যা দিয়ে পিসিবি জানিয়েছে, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় পতাকা উত্তোলন হয়নি।
এছাড়া পিসিবি জানিয়েছে, আইসিসি ম্যাচের দিন সর্বোচ্চ চারটি পতাকা উত্তোলনের পরামর্শ দিয়েছে। আইসিসির পতাকা, স্বাগতিক পাকিস্তানের পতাকা ও যে দুই দল ম্যাচ খেলবে তাদের পতাকা। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উত্তোলন করা হবে না।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close