সারাবাংলা

ভ্যালেন্টাইন ডে-তে প্রস্তুত ‘গোলাপ গ্রাম’

দিগন্তজুড়ে গোলাপ আর গোলাপ। এ যেন এক গোলাপ রাজ্য। বাগান কিংবা বাড়ির আঙিনা সব জায়গাতেই বসন্তের মিষ্টি রোদের সঙ্গে মৃদু বাতাসে দোলছে বাহারি রঙের গোলাপ। পুরো গ্রামজুড়ে বাতাসে ছড়িয়েছে সতেজ ঘ্রাণ। এমন মনোমুগ্ধকর ও অপরূপ দৃশ্যের দেখা মিললো ঢাকার অদূরে ‘গোলাপ গ্রাম’ হিসেবে খ্যাত সাভারের বিরুলিয়ায়।
সাভারের গোলাপ গ্রাম ঘুরে দেখা যায়, মেঠোপথের দুই পাশে সবুজ ঘেরা বাগানগুলোতে ফুটে আছে হাজারও গোলাপ। সাদা, কালো, গোলাপি, হলুদ সব ধরনের গোলাপই ফোটে এ অঞ্চলে। তবে লাল গোলাপের সংখ্যাই বেশি।
গোলাপ গ্রামে ঢুকতেই মেঠোপথে বসা ফুলের দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড়। গোলাপ ছাড়াও গাঁদা, গ্লাডিওলাস, জারবেরাসহ বাহারি ফুল শোভা পাচ্ছে এসব দোকানে। এছাড়া দৃষ্টিনন্দন ফুলের তোড়া, মাথার রিং, কানের দুল ও মালাও পাওয়া যাচ্ছে এখানে। ফুল কেনার পাশাপাশি বাগানে ঢুকে প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখছেন বেশিরভাগ দর্শনার্থী।
রাজধানী থেকে আসা শিক্ষক হুমায়ন কবীর জাগো নিউজকে বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। গোলাপ গ্রামের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে, চারদিকে শুধু ফুল আর ফুল। সকাল থেকে আমরা বাগানে ছবি তুলছি, ঘুরে বেড়াচ্ছি।’
কথা হয় সাদুল্লাহপুর এলাকার বাগানমালিক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার বাগানগুলোতে ফুল অনেক ভালো হয়েছে। বাজারে ফুলের চাহিদাও অনেক বেশি। আশা করছি ভালো পাবো।’
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন জানান, বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর, মৈস্তাপাড়া, বাগনীবাড়ি, কালিয়াকৈর ও কমলাপুরসহ অন্তত ১০-১২টি গ্রামের ৩০৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়। এরমধ্যে ২৩০ হেক্টর জমিতেই চাষ হয় গোলাপ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুম ঘিরে গোলাপ গ্রামের বাগানগলো ফুলে ফুলে ভরে উঠেছে। এবার প্রায় অর্ধশত কোটি টাকার গোলাপ বিক্রির আশা করছি।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close