সারাবাংলা

যারা আ.লীগের বৈধতা দিতে চায় তাদের ধ্বংস করতে ছাত্র-জনতা যথেষ্ট: আখতার হোসেন

সিলেটে জাতীয় নাগরিক কমিটির বিভাগীয় প্রতিনিধি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা বিশিষ্ট নাগরিকের নামে শেখ হাসিনার প্রেতাত্মাদের পক্ষে দাঁড়ানোর রাজনীতি করছেন কিংবা তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন তাদের ধ্বংস করার জন্য দেশের ছাত্র-জনগণই যথেষ্ট।
দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, অতীতে এদেশের কোনো সম্প্রদায়ের মানুষকে আওয়ামী লীগ শান্তিতে থাকতে দেয়নি। তারা বিভাজনের রাজনীতিকে জিইয়ে রেখেছিল। আমরা বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতি চালু করতে চাই।
আখতার হোসেন নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বলেন, আমরা এমন এক রাজনৈতিক দল করবো যেখানে ন্যায় ও ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত। এখানে আর কোনো বাকশাল ও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।
সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সিলেটের আইনজীবী জোসনা ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব, উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কামরান হোসেন, সমাজসেবক আইয়ূব করম আলী, নাগরিক কমিটির কেন্দ্রীয় বিজ্ঞান ও জৈবপ্রযুক্তির সেল সম্পাদক শ্যামা দেব, যুগ্ম সদস্যসচিব আল আমীন, সদস্য শওকত আলী প্রমুখ।
সভার আগে অডিটোরিয়ামে জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শিত হয়।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close