ফিচার

ভালোবাসা দিবসে ঘরেই বানাতে পারেন ‘রেড ভেলভেট কেক’

ভালোবাসা দিবস, সবার জন্যই একটি বিশেষ দিন। এদিনে প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে কেক তৈরি করতে পারেন। বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে নিতে পারেন পছন্দের রেড ভেলভেট কেকটি।
খুব কম উপকরণে বাড়িতে এই কেক তৈরি করা কঠিন কিছু না। যদি আপনার হাতে একটি সঠিক মাপ ও উপকরণের একটি রেসিপি থাকে তাহলে প্রথমবারের চেষ্টায় সফল হতে পারেন। আসুন দেখে নেওয়া যাক রেড ভেলভেট কেক তৈরির সঠিক মাপের উপকরণ এবং তৈরি পদ্ধতি-
উপকরণ
১. মার্জারিন আধা কাপ
২. চিনি দেড় কাপ
৩. ডিম ২টি
৪. কোকো ২ টেবিল চামচ
৫. লাল ফুড কালার ৪ টেবিল চামচ
৬. লবণ ১ চা চামচ
৭. ভ্যানিলা এক্সট্রাক্ট ১ চা চামচ
৮. বাটারমিল্ক ১ কাপ
৯. ময়দা আড়াই কাপ
১০. বেকিং সোডা দেড় চা চামচ
১১. হোয়াইট ভিনেগার ১ টেবিল চামচ
১২. আইসিং
১৩. ময়দা ৫ টেবিল চামচ
১৪. দুধ ১ কাপ
১৫. সাদা ভিনেগার ১ কাপ
১৬. মাখন ১ কাপ।
ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। বেকিং প্যান গ্রিজ করে নিন। অন্যদিকে মার্জারিন ও চিনি একসঙ্গে ফেটান যতক্ষণ না ফুলে উঠছে। ডিম ফেটিয়ে দিয়ে দিন এর মধ্যে।
এরপর কোকো ও রেড ফুড কালার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে লবণ, ভ্যানিলা এক্সট্রাক্ট ও বাটারমিল্ক মিশিয়ে নিন। এবার ব্যাটারের সঙ্গে ধীরে ধীরে ময়দা মেশান।
সবশেষে সোডা ও ভিনেগার মিশিয়ে নিন। এরপর আর ফেটাবেন না। গ্রিজ করা প্যানে এই মিশ্রণ ঢেলে দিন। ৩০ মিনিট বেক করুন। ব্যাস তৈরি হয়ে যাবে কেক।
এবার আইসিংয়ের পালা। এজন্য ময়দা ও দুধ একদম কম আঁচে ফুটিয়ে ঘন করে নিন। আঁচ থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
অন্য একটা বাটিতে চিনি, মাখন, ভ্যানিলা ফেটিয়ে নিন। ঠান্ডা হওয়া দুধ ও ময়দার মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিন। কেকের উপর এই মিশ্রণ দিয়ে ফ্রস্টিং করুন। ব্যাস তৈরি হয়ে যাবে রেড ভেলভেট কেক।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close