সারাবাংলা
দেশে ফিরেই ডাকাতের কবলে দুই প্রবাসী, স্বজনের জন্য আনা মালামাল লুট
কুমিল্লার মোহরগঞ্জে দেশে ফিরেই ডাকাতের কবলে পড়েছেন দুই প্রবাসী। এসময় দেশীয় অস্ত্রের মুখে তাদের সবকিছু লুটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৪টায় কুমিল্লা—নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন উত্তরহাওলা ইউনিয়নের হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই প্রবাসী হলেন— কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামের হারুন অর রশিদ (৩৫) ও নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার মেড়ীপাড়া গ্রামের প্রবাসী শাহআলম (৪৫)।
অভিযোগকারীদের বরাতে পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ওই দুই প্রবাসী হযরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভোর আনুমানিক সাড়ে ৪টায় কুমিল্লা—নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানার উত্তরহাওলা ইউনিয়নের হাতিমারা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ছোট পিকআপ ভ্যান চলন্ত প্রাইভেট কারটিকে চাপা দিয়ে রাস্তার পাশে দাঁড় করায়।
তারপর কিছু বুঝে উঠার আগেই ওই পিকআপ থেকে ৫ থেকে ৬ জন নেমে প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে। অস্ত্রের মুখে সঙ্গে থাকা দিনার (কুয়েত), নগদ টাকা, মোবাইল সেট, চার্জার লাইট, স্বর্ণালংকার, কম্বল ও পরিবারের জন্য আনা সব মালামাল নিয়ে নেয়। যেখানে প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে যাত্রীদের বহনকারী গাড়িটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।